• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইরানি ড্রোনের প্রশংসা, একই রকম ড্রোন বানানোর নির্দেশ ট্রাম্পের

প্রকাশিত: ২০:০৭, ১৭ মে ২০২৫

ফন্ট সাইজ
ইরানি ড্রোনের প্রশংসা, একই রকম ড্রোন বানানোর নির্দেশ ট্রাম্পের

এ যেন ভূতের মুখে রাম নাম। ঘোরশত্রু ইরানের প্রশংসায় পঞ্চমুখ খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাও আবার তাদের সামরিক সক্ষমতা নিয়ে! সম্প্রতি ইরানি ড্রোনের ব্যাপারে ট্রাম্পের ব্যাপক উচ্ছ্বাস প্রকাশের ঘটনা, এমনই অপ্রত্যাশিত এক চমক বয়ে এনেছে। 

 

উপসাগরীয় দেশগুলো ভ্রমণকালে কাতারে এক গোলটেবিল বৈঠকে ট্রাম্প বলেন, বর্তমানে যুদ্ধক্ষেত্রের দখল নিতে ড্রোন অনেক বড় ভূমিকা রাখছে। এ বাস্তবতায়, আগামীতে নতুন প্রযুক্তির ড্রোন উদ্ভাবনে কাজ করছে যুক্তরাষ্ট্র। এ সময় ইরানের ড্রোন প্রযুক্তিকে অনুকরণীয় বলে উল্লেখ করনে তিনি। বলেন, 'আমরা নতুন ধরনের ড্রোন নিয়ে আসার কথা ভাবছি। কারণ, বর্তমানে সারা বিশ্বে যেসব যুদ্ধ চলছে, সেগুলোর দিকে তাকালেই দেখা যাবে, কীভাবে ড্রোন সক্ষমতা দিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে। ফলে আমরা চাইছি কার্যকর আর সাশ্রয়ী ড্রোন প্রযুক্তি। যাতে এর পেছনে অনেক ব্যয় করতে না হয়'। 
      
এর জেরে ধরে ইরানের ড্রোন প্রযুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। জানান, কী কারণে ইরানি ড্রোন তার নজর কেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের ড্রোনগুলো খুব ভালো। এসব ড্রোন খুব কার্যকর, প্রাণঘাতী ও সাশ্রয়ী। একই সাথে এগুলো দ্রুত উড্ডয়নেও সক্ষম বলে উল্লেখ করেন তিনি। বলেন, 'আমি এরই মাঝে এক কোম্পানিকে বলেছি, আমি অনেক অনেক ড্রোনের বহর চাই। উদাহরণ হিসেবে বলছি, যেমন ইরান মাত্র ৩৫-৪০ হাজার ডলারে খুব চমৎকার ড্রোন বানায়। আমি এমন ড্রোন চাই। দুই সপ্তাহ পর ওই কোম্পানি একটি ড্রোন বানিয়ে এনেছে, যেটার মূল্য ৪১ মিলিয়ন ডলার। আমি বললাম, এতো দামের ড্রোন চাইনি। যুদ্ধক্ষেত্রে হাজার হাজার ড্রোন পাঠাতে হয়, আমাদের চাই ইরানের মতো স্বল্প মূল্যের কার্যকর ড্রোন'। 

এ প্রসঙ্গে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোনের সাফল্যের প্রসঙ্গ টানেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, কীভাবে তেহরানের ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনকে নাস্তানাবুদ করছে রাশিয়া। 

 
শুধু তাই নয়, গত বছরের এপ্রিলে মিসাইলের পাশাপাশি একসাথে তিনশো ড্রোন দিয়ে ইসরাইলে হামলা চালিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আতঙ্কিত করে তোলে ইরান। এ বাস্তবতায় তাদের ড্রোন সক্ষমতা মোকাবেলায় একই ধরনের ড্রোন তৈরির কথা ভাবছে যুক্তরাষ্ট্র, এমনটাই মত বিশ্লেষকদের।  

সাম্প্রতিক বছরগুলোতে ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে ব্যাপক উন্নতি করেছে ইরান। অব্যর্থভাবে দূরপাল্লার আক্রমণ চালাতে সক্ষম ইরানি ড্রোনগুলো। যুগের পর যুগ পশ্চিমাদের নিষেধাজ্ঞায় থাকার পরও তাদের ড্রোন, মিসাইল ও সামরিক সক্ষমতা চমকে দেয়ার মতো। নিজেরাই এসব প্রযুক্তি উদ্ভাবন করে পশ্চিমা বিশ্বের জন্য বড়সড় এক হুমকি আকারে হাজির হয়েছে তারা। 

বিভি/এইচজে

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2