• NEWS PORTAL

  • সোমবার, ২১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

গাজায় ইসরাইলি হামলায় আরও ১১৫ ফিলিস্তিনি নিহত

প্রকাশিত: ০৯:৫৩, ২১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
গাজায় ইসরাইলি হামলায় আরও ১১৫ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় একদিনে কমপক্ষে আরও ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণের আশায় জড়ো হওয়া ক্ষুধার্ত মানুষ। এ হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

সোমবার (২১ জুলাই) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে। 

সম্প্রতি মোবাইল ফোনে ধারণা করা একটি ভিডিওর সত্যতা খুঁজে বের করে আল জাজিরা। ২০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, রাফাহ’র একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ভিড় সরাতে পেপার স্প্রে করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী— আইডিএফ। আতঙ্কে ছোটাছুটি শুরু করে খাবার নিতে অপেক্ষমাণ সবাই।

উত্তর গাজার জিকিম ক্রসিং এ ত্রাণ নিতে যাওয়া বেসামরিকদের উপর হামলা করে ইসরাইল। এসময় অন্তত ৬৭ জন প্রাণ হারান।

দক্ষিণে আরেকটি বিতরণ কেন্দ্রের কাছে আরও ৬ জন নিহত হন। এর আগের দিন একইভাবে মারা গিয়েছিলেন ৩৬ জন। গত মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৯০০ জনের বেশি মানুষ।

উল্লেখ্য, জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা জানিয়েছে, তাদের কাছে গাজার সীমান্তে এমন পরিমাণ খাদ্য মজুদ রয়েছে যা তিন মাসের জন্য যথেষ্ট। তবে, গত ২ মার্চ থেকে তা আটকে রেখেছে ইসরাইল।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2