• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, মারধর ও হয়রানির তীব্রতা বেড়েছে ভারতে

প্রকাশিত: ০৮:৫১, ৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, মারধর ও হয়রানির তীব্রতা বেড়েছে ভারতে

বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, মারধর, হয়রানির তীব্রতা বেড়েছে ভারতে। দিল্লি পুলিশের অফিসিয়াল চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা বলায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়।

ছাত্র-জনতার অভ্যূত্থানে গত বছর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে পালানোর পর থেকে দুই দেশের টানাপোড়েন চলছে। দিল্লির লালকেল্লা থেকে পাঁচ সন্দেহভাজনকে গ্রেফতার এবং বাংলাদেশি নথি জব্দের দাবি করেছে দিল্লি পুলিশ।

দু'দিন আগে নদিয়া পুলিশ সাতজনকে গ্রেফতার করে বাংলাদেশি দাবি করেছে। যাদবপুরে গ্রেফতার শান্তা পালকে বাংলাদেশের মডেল আর বরিশালের মেয়ে বলেছে পুলিশ।

হরিয়ানার পানিপথে বাংলাদেশি সন্দেহে পুলিশি নির্যাতনে এক যুবকের দুই পা ভেঙেছে। পা ভাঙা অবস্থায় তিনদিন আটকে রাখার অভিযোগ তুলেছেন নির্যাতিত যুবক সাব্বির। সে কাজের জন্য পশ্চিমবঙ্গ থেকে পানিপথে গিয়েছিলো।

বাংলাদেশি সন্দেহে আরও দুই যুবকের পা ভাঙার অভিযোগ রয়েছে হরিয়ানা পুলিশের বিরুদ্ধে। এমন অবস্থায় দিল্লি পুলিশের একটি চিঠি ফেসবুকে দিয়ে একে ন্যাক্কারজনক আর দেশদ্রোহ বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2