সমালোচনার মুখে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলির পদত্যাগ

ছবি: রুশনারা আলি
সমালোচনার মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ মন্ত্রী রুশনারা আলি। পদত্যাগপত্র গ্রহণ করে মন্ত্রী হিসেবে রুশনারার অবদান আর পরিশ্রমের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় টেন ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার (৭ আগস্ট) এক বিবৃতির মাধ্যমে গৃহহীনবিষয়ক মন্ত্রী রুশনারা আলীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে রুশনারা লিখেছেন, সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথ সুগম রাখাতেই এমন সিদ্ধান্ত। সেইসাথে, তার অবস্থান যেনো বিভ্রান্তির কারণ না হয় সেটিও পদত্যাগের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ছিলেন রুশনারা। মূলত নিজের মালিকানাধীন টাউনহাউস থেকে ভাড়াটিয়া উচ্ছেদ আর সাতশ' পাউন্ড বাড়িয়ে ভাড়া দেওয়ায় ব্যাপক সমালোচনার মুখে মন্ত্রিত্ব ছাড়তে হলো তাকে। পূর্ব লন্ডনের বো এলাকার ওই বাড়িতে মাসে ৩ হাজার তিনশ' পাউন্ডে চারজন ভাড়াটে থাকতেন। চুক্তি শেষ হওয়ায় গত বছরের নভেম্বরে চার মাসের নোটিশে বাড়ি ছাড়তে বলা হয়। পরে বাড়িটি মাসে চার হাজার পাউন্ড ভাড়ায় আবার তালিকাভুক্ত করা হয়। যা আই পেপার ফাঁস করে দিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।
গত বছর লেবার পার্টির রুশনারা বাংলাদেশি অধ্যুষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে পঞ্চমবার নির্বাচিত হন। বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সাথে দুর্নীতি সংশ্লিষ্টতার অভিযোগ মাথায় নিয়ে গত ১৪ জানুয়ারি সিটি মিনিস্টারের পদ ছেড়েছেন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত আরেক এমপি টিউলিপ সিদ্দিকী।
বিভি/এমআর
মন্তব্য করুন: