• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার পুরো গাজা দখলের অনুমোদন দিলো ইসরাইলি মন্ত্রীসভা

প্রকাশিত: ১২:১৬, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এবার পুরো গাজা দখলের অনুমোদন দিলো ইসরাইলি মন্ত্রীসভা

ছবি: ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা

সম্পূর্ণ গাজা ভূখণ্ড দখল পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। ভিন্নমত দিয়েছেন ইসরাইলের সেনাপ্রধান আইয়াল জামির ছাড়াও রাজনীতিবীদ ও সুশিল সমাজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, গাজা সিটি দখল করে যুদ্ধ বন্ধে পাঁচটি মূল নীতিতে একমত হয়েছে নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। এগুলো হচ্ছে-হামাস নিরস্ত্রীকরণ, জীবিত বা মৃত ইসরাইলি জিম্মিদের ফেরত, গাজা ভূখণ্ডকে অসামরিক এলাকায় পরিণত করা, গাজা ভূখণ্ডে ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং হামাস ও ফিলিস্তিনি কতৃত্ব বাদ দিয়ে গাজায় বেসামরিক সরকার গঠন। বলা হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে ফিলিস্তিনিদের মানবিক ত্রাণ বিতরণ কার্যক্রম চলবে যুদ্ধক্ষেত্রের বাইরে।

এরআগে, ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু জানান, হামাসকে নির্মূল করে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থেই সম্পূর্ণ গাজা দখলে নেওয়া প্রয়োজন। হামাসের বিরুদ্ধে গাজাবাসীও প্রতিরোধ গড়ে তুলছে বলে দাবি করেছেন নেতানিয়াহু।

এই পরিকল্পনাকে খুবই বাজে বলেছেন ইসরাইলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজায় যুদ্ধের সিদ্ধান্তে ইসরাইলের জনমত উপেক্ষিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গাজা দখল পরিকল্পনায় শুরু থেকেই রাজি নন ইসরাইলের সেনাপ্রধান আইয়াল। এবিষয়ে নেতানিয়াহুর সাথে তার দূরত্ব তৈরি খবর দিয়েছেন ঘনিষ্ঠজনরা

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2