• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কেনিয়ায় উড্ডয়নের তিন মিনিট পর বিমান বিধ্বস্ত, নিহত ৬  

প্রকাশিত: ১৫:০৯, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কেনিয়ায় উড্ডয়নের তিন মিনিট পর বিমান বিধ্বস্ত, নিহত ৬  

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধে ডাক্তার ও নার্স রয়েছেন। উড্ডয়নের তিন মিনিট পরই দেশটির রাজধানী নাইরোবির কাছে আবাসিক ভবনের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। 

সংবাদমাধ্যমটি বলছে, রাজধানী নাইরোবিতে একটি চিকিৎসা সেবাদানকারী সংস্থার মালিকানাধীন হালকা বিমান বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কেনিয়ার এক কর্মকর্তা।

চ্যারিটি সংস্থা আমরেফ ফ্লাইং ডক্টরস জানায়, বৃহস্পতিবার দুপুরে নাইরোবির উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসা গন্তব্যে যাত্রা করা সেসনা বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই শহরের গিথুরাই এলাকায় একটি আবাসিক ভবনের ওপর ভেঙে পড়ে এবং আগুন ধরে যায়।

কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, বিমানে থাকা চারজন — যাদের মধ্যে চিকিৎসক, নার্স ও পাইলট রয়েছেন — ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া নিচে থাকা আরও দুইজন প্রাণ হারান এবং আরও দুজন গুরুতর আহত হন।

কেনিয়া সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, উড্ডয়নের তিন মিনিট পরই বিমানটির সঙ্গে রাডার ও রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তকারী দল পাঠানো হয়েছে।

সূত্র: বিবিসি 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2