• NEWS PORTAL

  • শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

এবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি নাকচ করলেন ট্রাম্প!

প্রকাশিত: ১৮:১০, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
এবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি নাকচ করলেন ট্রাম্প!

ছবি: ফাইল ফটো

ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করার পর এবার ভারতের সাথে বাণিজ্য চুক্তি নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তিনি জানিয়েছেন, শুল্ক নিয়ে দু'দেশের মধ্যে দরকষাকষি শেষ না হওয়া পর্যন্ত ভারতের সাথে বাণিজ্য আলোচনা বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র। এই শুল্কারোপের পর ভারত থেকে অর্ডার স্থগিত করেছে অ্যামাজন, ওয়ালমার্ট, টার্গেট ও গ্যাপসহ বড় বড় মার্কিন রিটেইলাররা।

ভারতীয় রফতানিকারক প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, পোশাক ও টেক্সটাইল পণ্যের চালান আপাতত বন্ধ রাখা হবে। এছাড়া শুল্ক আরোপের কারণে বাড়তি খরচ ক্রেতারা বহন করবেনা জানিয়ে ভারতীয় রপ্তানিকারকদেরই অতিরিক্ত খরচ বহনের আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের জেরে ভারতীয় পণ্যের রফতানি খরচ ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে ভারতের ৪০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা করছে দেশটি।

এদিকে, মার্কিন পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে ভারতের উত্তরাঞ্চলীয় কানপুর শহরের ব্যবসায়ী সমিতি।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2