ইরানে ইসরাইলের ২০ গুপ্তচর গ্রেফতার

প্রতীকী ছবি
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে ইরান। শনিবার (৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়ে বলেছে, গ্রেফতারকৃতদের কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না। আর তাদের এমন বিচার করা হবে, যা সকলের জন্য উদাহরণ হয়ে থাকবে।
গত বুধবার রুজবেহ ভাদী নামে এক পরমাণু বিজ্ঞানীর ফাঁসি কার্যকর করে ইরান। তিনি অপর এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরাইলকে দিয়েছিলেন। ওই বিজ্ঞানী গত জুনে ইসরাইলের হামলায় প্রাণ হারান।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার হওয়া আরও ২০ জনের বিরুদ্ধে অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং তাদের ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি বলেন, বিচার বিভাগ গুপ্তচর এবং ইহুদিবাদীদের এজেন্টদের প্রতি কোনো ধরনের ক্ষমা প্রদর্শন করবে না। কঠোর বিচারের মাধ্যমে, এগুলো উদাহরণ হিসেবে রাখা হবে তদন্ত শেষে এসব ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান তিনি।
গত জুনে ইরানে অতর্কিত হামলা চালায় ইসরাইল। এ সময় গুপ্তচরদের সহায়তায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে তারা।
সূত্র: রয়টার্স
বিভি/এসজি
মন্তব্য করুন: