• NEWS PORTAL

  • সোমবার, ১১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে না ওয়াশিংটন: ভ্যান্স

প্রকাশিত: ১৯:৪৮, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে না ওয়াশিংটন: ভ্যান্স

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স জানিয়েছেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনও পরিকল্পনা ওয়াশিংটনের নেই। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকের আগে শুক্রবার (৮ আগস্ট) তিনি এই মন্তব্য করেন। শনিবার (৯ আগস্ট) মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এক প্রতিবেদনে এই তথ্য জানায়।  

দক্ষিণ লন্ডনে ল্যামির ব্যক্তিগত বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে জেডি ভ্যান্স বলেন, আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার তো বুঝতেই কষ্ট হয়, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বলতে আদৌ কী বোঝায়! কারণ সেখানে কার্যকর কোনো সরকারই নেই।

যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে ভ্যান্স বলেন, এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই, যুক্তরাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে প্রেসিডেন্ট (ট্রাম্প) যা পরিষ্কার করে বলেছেন, ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে— প্রথমত, আমরা নিশ্চিত করতে চাই যে, হামাস যেন আর কখনো নিরীহ ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে, যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই তা সম্ভব বলে আমরা মনে করি।  দ্বিতীয়ত, প্রেসিডেন্ট গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছেন। তাই আমরা চাই এই মানবিক সমস্যা সমাধান হোক।

এর আগে গত ২৯ জুলাই যুক্তরাজ্য ঘোষণা দেয়, ইসরাইল সামরিক অভিযান বন্ধ না করলে তবে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তার আগে গত ২৪ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দেন, প্যারিস একই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2