• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ট্রাম্পের হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আটকে দিলেন বিচারক

প্রকাশিত: ১৫:২৭, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:২৭, ১৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের হাজারো সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আটকে দিলেন বিচারক

যুক্তরাষ্ট্রে আংশিকভাবে সরকারি কার্যক্রম বন্ধের সময়ে হাজার হাজার সরকারি কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এ পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির একজন ফেডারেল বিচারক।

ইউনিয়নগুলোর অভিযোগ, এই ছাঁটাই আইনের পরিপন্থি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, বুধবার সান ফ্রান্সিসকোতে শুনানির সময় যুক্তরাষ্ট্রের জেলা বিচারক সুসান ইলস্টন ৩০টিরও বেশি সরকারি সংস্থায় ছাঁটাই কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেন। দুইটি শ্রমিক ইউনিয়ন এই আদেশের জন্য আদালতের কাছে আবেদন করেছিল।

এর আগে হোয়াইট হাউসের বাজেট পরিচালক রাসেল ভাউগট এক রেডিও অনুষ্ঠানে জানান, চলমান শাটডাউনের কারণে ১০ হাজারেরও বেশি সরকারি কর্মচারী চাকরি হারাতে পারেন। আর এর কিছুক্ষণ পরই বিচারকের পক্ষ থেকে এই নির্দেশ আসে। বুধবার ছিল শাটডাউনের ১৫তম দিন।

শুনানিতে বিচারক ইলস্টন বলেন, ট্রাম্প ও বাজেট পরিচালক ভাউগট প্রকাশ্যে যেসব বক্তব্য দিয়েছেন তাতে কর্মচারীদের ছাঁটাইয়ের রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট। উদাহরণ হিসেবে তিনি “এই ছাঁটাই মূলত ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত সংস্থাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হবে” বলে ট্রাম্পের বক্তব্যও উল্লেখ করেন।

মার্কিন ফেডারেল এই বিচারক বলেন, “একটি আইনের শাসনভিত্তিক দেশে এভাবে কিছু করা যায় না। আমাদের আইন আছে, আর যেভাবে এই ছাঁটাইয়ের কথা বলা হচ্ছে, তা আইনের মধ্যে পড়ে না।”

সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নিয়োগ দেওয়া এই বিচারক আরও বলেন, “এগুলো এমনভাবে করা হচ্ছে যেন আগে গুলি করা, পরে লক্ষ্য ঠিক করা। এসব কাজ মানবিকভাবে ভয়াবহ প্রভাব ফেলছে। এই মানবিক মূল্য সমাজ মেনে নিতে পারে না।”

অন্যদিকে মার্কিন বিচার বিভাগীয় আইনজীবী এলিজাবেথ হেজেস বলেন, ছাঁটাইয়ের বৈধতা নিয়ে বিচারকের উদ্বেগের জবাব দেওয়ার মতো প্রস্তুতি তার নেই। বরং তিনি যুক্তি দেন, আদালতে যাওয়ার আগে বিষয়টি ফেডারেল শ্রম বোর্ডে তোলা উচিত ছিল ইউনিয়নগুলোর।

আল জাজিরা বলছে, বিচারকের এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন ফেডারেল সংস্থাগুলো গত শুক্রবার থেকেই ছাঁটাই নোটিশ পাঠানো শুরু করেছে। মূলত সরকারের আকার ছোট করার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাটডাউনের মধ্যে ডেমোক্র্যাটদের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোই এটির লক্ষ্য।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা শাটডাউন শেষ করতে এবং সরকারের কার্যক্রম পুনরায় চালু করতে চাইছেন, তবে তার আগে তারা স্বাস্থ্যসেবা সংক্রান্ত কিছু দাবি পূরণের নিশ্চয়তা চান।

অপরদিকে রিপাবলিকান হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, তিনি ডেমোক্র্যাটদের দাবিতে কোনও আলোচনা করবেন না এবং শাটডাউনটি “সম্ভবত ইতিহাসের দীর্ঘতম শাটডাউন হতে যাচ্ছে।”

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2