ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান খামেনির

ছবি: আয়াতুল্লাহ আলী খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরানের পারমাণবিক কর্মসূচির ওপর হস্তক্ষেপের কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই বলেও হুঁশিয়ারি করেন তিনি।
সোমবার (২১ অক্টোবর) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, কোন দেশ পরমাণু শক্তিধর হবে, আর কোন দেশ হবে না, এটা নির্ধারণ করার অধিকার যুক্তরাষ্ট্রের নেই। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র আলোচনার নামে বারবার নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার চেষ্টা করে। এই ডোনাল্ড ট্রাম্পের নেই বলেও মন্তব্য করেন খামেনি।
এরআগে ইরানে বোমা মেরে পারমাণবিক স্থাপনা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র, মার্কিন প্রেসিডেন্টের এমন দাবিকে আষাড়ে গল্প বলে উড়িয়ে দেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসরাইলকে অস্ত্র সহায়তা দিয়ে গাজায় যুদ্ধাপরাধের জন্য যুক্তরাষ্ট্রকে প্রধান অংশীদার বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের সাথে সম্পর্ক জোরদারে করতে প্রস্তুত রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ মন্তব্য করেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: