যুদ্ধবিরতি জোরদারে ইসরাইলে জে ডি ভ্যান্স

গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরাইলে পৌঁছেছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের স্থায়ী অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার (২১ অক্টোবর) ইসরাইলে পৌঁঁছান তিনি।
এর আগে, সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন। রবিবার গাজায় ইসরাইলের ভয়াবহ হামলার পর মার্কিন ওই দুই বিশেষ দূত ইসরাইল সফরে যান। রবিবারের হামলায় ১২ দিন ধরে কার্যকর ইসরাইল-হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
ইসরাইল বলেছে, হামাসের এক হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছেন। এর জবাবে গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনী যুদ্ধবিমান থেকে হামলা চালায়।
সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তবে তিনি হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন, চুক্তি ভঙ্গ করলে তাদের ‘একেবারে নির্মূল’ করা হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং ২০ দফা গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দুই দূতকে ইসরাইলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।
শান্তি পরিকল্পনার প্রথম ধাপের ভিত্তিতে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি যেন ভেস্তে না যায় সেটি নিশ্চিত করার লক্ষ্যে জে ডি ভ্যান্স, উইটকফ ও কুশনার ইসরাইল সফরে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের প্রধানমন্ত্রী চুক্তি থেকে পিছু হটতে এবং হামাসের বিরুদ্ধে পুনরায় পুরোদমে হামলা শুরু করতে পারেন বলে আশঙ্কা করছেন তারা।
সোমবার ইসরাইলি পার্লামেন্ট নেসেটে দেওয়া ভাষণে নেতানিয়াহু বলেছেন, ভ্যান্সের সঙ্গে তিনি নিরাপত্তা চ্যালেঞ্জ ও রাজনৈতিক সুযোগ নিয়ে আলোচনা করবেন। তিনি বলেন, রবিবার হামাসের পরিষ্কার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরাইলি বাহিনী গাজায় ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে।
তিনি বলেন, আমাদের এক হাতে অস্ত্র, অন্য হাত শান্তির জন্য প্রসারিত। আপনি দুর্বলদের সঙ্গে নয়, শক্তিশালীদের সঙ্গে শান্তি স্থাপন করুন। আজ ইসরাইল আগের যেকোনও সময়ের চেয়ে শক্তিশালী।
সূত্র: বিবিসি।
বিভি/এসজি
মন্তব্য করুন: