• NEWS PORTAL

  • বুধবার, ২২ অক্টোবর ২০২৫

অবশেষে পাঁচবছরের জন্য কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট!

প্রকাশিত: ১৯:৫৩, ২১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
অবশেষে পাঁচবছরের জন্য কারাগারে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট!

ছবি: নিকোলাস সারকোজি

দুর্নীতির মামলায় শেষমেষ পাঁচবছরের জন্য কারাগারে যেতে হলো ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে আবারও নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। 

কারাগারে যেতে রাজধানী প্যারিসের বাসা থেকে বের হওয়ার সময় সারকোজির সাথে ছিলেন স্ত্রী কার্লা ব্রুনি ও তাদের দুই সন্তান। এসময় বাইরে জড়ো হওয়া শতাধিক সমর্থক সারকোজিকে করতালিতে সাহস যোগান। ফ্রান্সের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে কারাগারে গেলেন। ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন তিনি।

১৯শ' শতকে রাজবন্দি ও মাদক কারবারিদের নির্যাতনের জন্য কুখ্যাত লা সান্তে কারাগারে ৯৫ বর্গফুটের আলাদা কক্ষে থাকবেন তিনি। সেখানে তার জন্য একটি টেবিল ও টেলিভিশনের ব্যবস্থা থাকবে। শরীরচর্চার জন্য প্রতিদিন একঘন্টা সময় পাবেন তিনি। লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে নেওয়া লাখ লাখ ইউরো নির্বাচনী প্রচারে ব্যবহার এবং দুর্নীতির একাধিক মামলায় গত মাসের শেষে সারকোজিকে দোষী সাব্যস্ত করে প্যারিসের একটি আদালত।

গাদ্দাফির ছেলে সাঈফ আল ইসলামের অভিযোগের ভিত্তিতে ২০১৩ সালে এই মামলার কার্যক্রম শুরু হয়। সামাজিক মাধ্যমে সারকোজি বলেছেন, তিনি যে নির্দোষ তা নি:সন্দেহে একদিন প্রকাশ হবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2