১০০ কি.মি বেগে অন্ধ্রপ্রদেশে মন্থার তাণ্ডব, প্রাণ গেলো নারীর
ঘূর্ণিঝড় মন্থার আঘাতে ভারতের অন্ধ্রপ্রদেশে অন্তত একজনের মৃত্যু ও দুইজন আহত হয়েছে। ঝড়টি দুর্বল হতে থাকায় এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাআভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার রাত আড়াইটার দিকে অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনম ও কাকিনাড়ার কাছে কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অংশে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে আঘাত হানে মন্থা। ঝড়ের তাণ্ডবে কোনাসিমা জেলায় গাছ পড়ে মারা যান এক নারী।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, মন্থার কারণে নষ্ট হয়েছে এক লাখ ৭৬ হেক্টর জমির ফসল। ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকা থেকে অন্তত ৭৬ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয় স্থানীয় প্রশাসন।
এদিকে, ব্যাপক ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উড়িষ্যার ১৫টি জেলার জনজীবন। স্কুল-কলেজের বন্ধের সময় বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা, মেদিনিপুর, ঝাড়গ্রাম এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি, মালদহ, দিনাজপুরে ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। পশ্চিমবঙ্গে ঝড় না হলেও টানা বৃষ্টি হচ্ছে।
এছাড়াও, মন্থার কারণে বুধবার সকাল পর্যন্ত কমপক্ষে ১২২টি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, রাজামুন্দ্রি ও তেলঙ্গানার শামশাবাদ বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় ৩৫টি ফ্লাইট।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: