যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ব্যাপক হামলা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর নির্দেশে যুদ্ধবিরতির মধ্যেই গাজায় আবার ব্যাপক হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। ২৪ ঘণ্টায় হত্যা করা হয়েছে অন্তত ২৬ ফিলিস্তিনিকে। এরপরও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়নি বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স।
১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে ভর করে হামাসের হাতে জিম্মিদের মধ্যে জীবিত ২০ জনের সবাইকে আর ২৮টি মৃতদেহের ১৬টি বুঝে পাওয়ার পর বুধবার গাজার একাধিক অবস্থানে ব্যাপক হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী।
রাফাহ সীমান্তে ইসরাইলি বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণে একজন আহত হয়েছে এমন অজুহাতে বুধবার গাজায় হামলার নির্দেশ দেন নেতানিয়াহু। হামলার অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।
ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি নিয়মিত লঙ্ঘনের অভিযোগ তুলে বাকি ১৩ জিম্মির মৃতদেহ অনুসন্ধান ও হস্তান্তর প্রক্রিয়া স্থগিত করেছে হামাসের কাসেম ব্রিগেড। এদিকে, বরাবরের মতো ইসরাইলের নির্বিচার হামলায় ফিলিস্তিনিরা হতাহত হলেও যুদ্ধবিরতি বহাল আছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।
হামাসকে দোষারোপ করে তিনি বলেছেন, এক ইসরাইলি সেনাকে লক্ষ্য করে হামলার ঘটনায় পাল্টা জবাব দেওয়া স্বাভাবিক।
এর আগে, সোম-মঙ্গলবার অন্তত ৮ জন ফিলিস্তিনি ইসরাইলের হামলায় নিহত হলেও এতে যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি বলে দাবি করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: