• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

জ্যামাইকায় তাণ্ডবের পর এবার কিউবায় হারিকেন মেলিসা

প্রকাশিত: ১৩:৪৬, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
জ্যামাইকায় তাণ্ডবের পর এবার কিউবায় হারিকেন মেলিসা

ছবি: এবিসি নিউজ

জ্যামাইকায় ব্যাপক তাণ্ডব চালানোর পর কিউবার দিকে সরে গেছে এবছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। প্রাণহানি হয়েছে অন্তত ৭ জনের। 

জ্যামাইকার উত্তর উপকূলে আঘাতে হানার সময় মেলিসার গতিবেগ ছিলো ঘন্টায় ১৮৫ কিলোমিটার। জ্যামাইকায় তিনজন, হাইতিতে চারজন ও ডোমিনিক রিপাবলিকে অন্তত একজনের মৃত্যু হয়েছে।

ক্যারিবীয় দ্বীপাঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় এটি। যা ২০০৫ সালে যুক্তরাষ্ট্রে আঘাত হানা বিধ্বংসী হারিকেন ক্যাটরিনার রেকর্ড ভেঙেছে। ব্যাপক তাণ্ডব চালানোর পর মঙ্গলবার সন্ধ্যা নাগাদ এর শক্তি কমে ক্যাটাগরি চারে নেমে আসে। শক্তি কিছুটা কমলেও কিউবা আর বাহামা দ্বীপপুঞ্জের দিকে মোড় নেয়া মেলিসার বিধ্বংসী ক্ষমতার বিপদ কাটেনি বলে সতর্ক করেছেন আবহাওয়াবীদরা।

মেলিসার কারণে বিদ্যুৎহীন হয়ে পড়ে জ্যামাইকার বিস্তীর্ণ এলাকা। দুর্ভোগে পড়েন পাঁচ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2