ট্রাম্পের বিমান দ. কোরিয়ায় অবতরণের আগে ক্রুজ মিসাইলের পরীক্ষা উ. কোরিয়ার!
ছবি: দ. কোরিয়ায় ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিমান দক্ষিণ কোরিয়ায় অবতরণের আগে ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে সতর্ক করেছে প্রতিবেশি উত্তর কোরিয়া। এই সফরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আর উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের বৈঠক।
এপেক সম্মেলনে যোগ দিতে বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়া সফর শুরু করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার পর জাপান হয়ে দক্ষিণ কোরিয়ার বুসান বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পের বিমান-এয়ারফোর্স ওয়ান। এই সফরে দক্ষিণ কোরিয়ার সাথে সামরিক ও বাণিজ্যিক স্বার্থ নিয়ে আলোচনা হবে। সবকিছু ছাপিয়ে সবার দৃষ্টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের দিকে। বৈঠকটি হবে বৃহস্পতিবার। বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র আর চীনের মধ্যে বৈরি সম্পর্ক শীতল করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ট্রাম্পের এই সফর শুরুর কয়েক ঘণ্টা আগে ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়ে সক্ষমতার জানান দিয়েছে উত্তর কোরিয়া। পীত সাগর থেকে ছোঁড়া মিসাইলটি দুই ঘন্টা ১০ মিনিট ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট লক্ষে আঘাত হেনেছে। এই সফরে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের সঙ্গেও ট্রাম্পের বৈঠকের কথা রয়েছে।
যদিও, কিমের সাথে বৈঠকের বিষয়ে তেমন আশাবাদী নয় দক্ষিণ কোরিয়া। সম্ভাব্য বৈঠকের আগে পরমাণু সক্ষমতায় হস্তক্ষেপ না করার শর্ত দিয়েছেন কিম।
বিভি/এমআর




মন্তব্য করুন: