• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম’  

প্রকাশিত: ১৯:০০, ১৭ জানুয়ারি ২০২৩

ফন্ট সাইজ
‘প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন দাউদ ইব্রাহিম’  

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম তার প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেছেন। এমনটিই জানিয়েছেন তার ভাগ্নে আলীশাহ পার্কার। সন্ত্রাসবিরোধী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) জিজ্ঞাসাবাদে আলীশাহ পার্কার দাউদ ইব্রাহিম সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছেন। দাউদ ইব্রাহিমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা দায়ের করেছে এনআইএ। এ মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দাউদের ভাগ্নে আলীশাহ। 

বিভিন্ন তথ্যের মধ্যে তিনি জানিয়েছেন, প্রথম স্ত্রী মেহজাবিনের সঙ্গে সম্পর্ক থাকা অবস্থায় দাউদ দ্বিতীয় স্ত্রী হিসেবে পাকিস্তানি পাঠান সম্প্রদায়ের এক নারীকে বিয়ে করেছেন। তার দেওয়া তথ্যমতে, দাউদের প্রথম স্ত্রী হোয়াটসঅ্যাপ ব্যবহার করে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। দাউদ বর্তমানে একটি বিশেষ বাহিনী গঠন করছেন। যারা ভারতের বড় ব্যবসায়ী ও নেতাদের ওপর হামলা চালাতে পারে, বড় শহরগুলোতে সংঘর্ষ ছড়িয়ে দিতে পারে।

তিনি আরও জানান, দাউদ ইব্রাহিমের চার ভাই ও চার বোন রয়েছে। তিনি সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করেছেন। যদিও দাউদ সবাইকে বলে বেড়ান তিনি প্রথম স্ত্রীকে তালাক দিয়েছেন। কিন্তু এটি সত্যি নয়। এছাড়া তিনি পাকিস্তানে তার অবস্থান পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি করাচির আব্দুল্লাহ গাজী বাবা দরগার কাছে রহিম ফাকি নামক একটি সামরিক এলাকায় বসবাস করছেন। সূত্র: এনডিটিভি

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2