• NEWS PORTAL

  • বুধবার, ০২ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রং চায়ের যত গুণ 

প্রকাশিত: ১১:৩০, ২৩ নভেম্বর ২০২৪

আপডেট: ১২:৪৭, ২৩ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
রং চায়ের যত গুণ 

প্রায় ৫ হাজার বছর ধরে মানুষ চা পান করছে। অভিজ্ঞদের মতে সব ধরণের চায়ে কিছু না কিছু উপকারিতা রয়েছে। রং চায়ে থাকা পলিফেনল অ্যান্টিঅক্সিডেন্টই বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রং চায়ে থাকা থিয়েফ্লাভিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট অন্য চায়ে পাওয়া যায় না। এই কারণে অন্যান্য চায়ের থেকে রং চায়ের উপকারিতা একটু বেশি।

জেনে নেয়া যাক রং চায়ের কিছু উপকারিতা

১। হৃদযন্ত্রের যত্নে: রং চায়ে থাকা থিয়েফ্লাভিন অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরল কমাতে সহায়তা করে। ফ্ল্যাভোনয়েড নামক আরেক অ্যান্টিঅক্সিডেন্ট হৃদযন্ত্রের বিভিন্ন রোগের ঝুঁকি ৮ শতাংশ পর্যন্ত কমাতে পারে। গবেষণায় দেখা গেছে, প্রতিদিন রং চা পানের অভ্যাস রক্তচাপসহ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে।  

২। স্ট্রোকের ঝুঁকি কমায়: বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় অন্যতম কারণ হলো স্ট্রোক। গবেষণায় পাওয়া গেছে, প্রতিদিন অন্তত ২ কাপ রং চা পানে যারা রং চা পান করে না তাদের তুলনায় ১৬ শতাংশ পর্যন্ত স্ট্রোকের ঝুঁকি কমে।  

৩। ৩। ফোকাস বাড়ায়: অন্যান্য চায়ে না থাকলেও রং চায়ে ক্যাফেইন রয়েছে। কফির তুলনায় পরিমাণে অর্ধেক ক্যাফেইন চায়ে পাওয়া যায়। রং চায়ে এল-থিয়ানিন অ্যামিনো এসিডের উপস্থিতিও রয়েছে। এই দুই উপাদানের মিশ্রণ তৎপরতা ও ফোকাস বাড়াতে সহায়তা করে।  

৪। রক্তে শর্করার পরিমাণ কমায়: চিনি ছাড়া রং চা পানে রক্তে গ্লুকোজের পরিমাণ কমে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতেও সহায়তা করে রং চা। 

৫। ক্যান্সারের ঝুঁকি কমায়: রং চা পানে ক্যান্সারের ঝুঁকি কমে কিনা তা নিয়ে কয়েক দশক ধরে গবেষণা চলছে। গবেষকরা খুঁজে পেয়েছেন, চায়ে  থাকা পলিফেনল কিছু ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়তা করে থাকে। 

রং চায়ের নানা উপকারিতা থাকলেও এতে ক্যাফেইনের উপস্থিতি থাকায় অভিজ্ঞরা দিনে নির্দিষ্ট পরিমাণে পান করার পরামর্শ দিয়ে থাকেন। 

 

   


  
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2