নিজের ব্যক্তিত্বকে আরও বাড়িয়ে তোলার ১০টি টিপস

মানুষ মাত্রই রহস্য পছন্দ করে। ভেতরে কিছু থাক বা না থাক গুরু-গম্ভীর মানুষগুলোর প্রতি সবার থাকে আলাদা দৃষ্টিভঙ্গী। আর বেশি মিশতে পারা বা হাসি-খুশি মানুষগুলোকে সবাই সস্তা ভাবে। তাই গুরু-গম্ভীর বা রহস্যময় মানুষ হওয়ার প্রতি বিভিন্ন মানুষের একটা চেষ্টা আছে।
তবে গুরু-গম্ভীর হওয়া খুব সহজ কাজ নয়। এটা বেশির ভাগ মানুষরই জন্মগত ব্যাপার। কিন্তু কেউ কেউ আবার চর্চার মাধ্যমে নিজেকে রহস্যময় করে তুলতে পারে। এতে করে নিজের ব্যক্তিত্বে কিছুটা পরিবর্তন আনতে হয়।
সমাজ বিজ্ঞানীরা রহস্যময় মানুষের কিছু গুণাগুণ বলেছেন। যে গুণগুলো চাইলে কেউ অভ্যাসে পরিণত করতে পারে। এতে করে রহস্যময় বা রহস্যময়ী হিসেবে নিজেকে উপস্থাপন করা যায়। সেই গুণাগুণ বা ১০টি টিপস আজ রইলো বাংলাভিশনের পাঠকদের জন্য।
> কথা কম বলুন। ২৫ শতাংশ নিজে বলুন এবং ৭৫ শতাংশ কথা শুনুন। এতে আপনার মস্তিষ্কের ভাবনা পড়তে পারবে না অনেকে।
> মাঝে মাঝে নিজেকে হাইড করে ফেলুন। এতে গুরুত্ব বাড়বে আপনার।
> নিজের দুর্বল অথবা উইক পয়েন্ট কারো সাথে শেয়ার করবেন না। যা পরবর্তীতে আপনাকে কাবু করা থেকে রক্ষা করবে।
> নিজের ব্যক্তিগত বিষয়াদি কারো সাথে শেয়ার করবেন না। যা বর্তমান যুগে নিরাপত্তার অন্যতম উপকরণ।
> অন্যের সম্পর্কে বিস্তারিত জানুন। এটা আপনাকে বিরাট উপকার করবে মাঝে মাঝে।
> অন্যের ব্যক্তিগত বিষয়াদিও জেনে ফেলুন। যদিও অন্যায় তবে উক্ত ব্যক্তির সঙ্গে আলাপে বসলে আপনি হিরো হয়ে যাবেন।
> মানুষের মনস্তত্ত্ব বুজে সে অনুযায়ী আচরণ করুন। তাহলেই বেরিয়ে আসবে আপনার বুদ্ধিমত্তা।
> নিজের লক্ষ্য, উদ্দেশ্য এবং পরবর্তী পরিকল্পনা কাউকে জানাবেন না। এটাতে আপনার রহস্যময় আচরণ আরও প্রকাশ পাবে।
> নিজেকে কখনো সস্তা করবেন না। অর্থাৎ আগ বাড়িয়ে যার তার সাথে মিশতে যাবেন না। তবে কার্যকারণ সম্পর্ক থাকলে সেটি আলাদা বিষয়।
> সবকিছু নাক গলানো থেকে বিরত থাকুন। তাহলে আপনার আচরণ নিয়ে অনেকে গবেষণা শুরু করবে। আপনি কী ধরনের মানুষ এটা বোঝার চেষ্টা করা মানেই আপনি রহস্যময় বা রহস্যময়ী।
বিভি/এজেড
মন্তব্য করুন: