ডিএমস থেকে আসছে রুনা লায়লা’র সুরে হৈমন্তী’র গান
প্রকাশিত: ০৯:৩৫, ৯ ডিসেম্বর ২০২০
আপডেট: ০৯:৩৫, ৯ ডিসেম্বর ২০২০
‘হৈমন্তী রক্ষিত, এই প্রজন্মের একজন ভালো শিল্পী। ভীষণ মিষ্টি তার গলা। অনেক ভালো গায়। আমার সুর করা গানে তার গায়কী’তে অনেক চমৎকার কাজ আছে। বর্তমান প্রজন্মের শিল্পী ‘হৈমন্তী রক্ষিত'কে এভাবেই তুলে ধরেছেন ভারতীয় উপমহাদেশের খ্যাতিমান শিল্পী, সুর সাধক রুণা লায়লা।
তিনি আরো বলেন, আমার বিশ্বাস গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে। আমি এটাও প্রত্যাশা করি হৈমন্তী যদি গানে আরো সিরিয়াস হয় তাহলে ভবিষ্যতে সে আরো অনেক দূরে যাবে। তার জন্য এবং তার এই গানের জন্য রইলো অনেক অনেক শুভ কামনা।’ মূলত রুণা লায়লারই সুরে হৈমন্তীর গাওয়া ‘আকাশে মেঘ জমেছে’ গানটি প্রসঙ্গে বলতে গিয়েই হৈমন্তী সম্পর্কে এমন অভিমত প্রকাশ করেছেন রুনা লায়লা।
তিনি আরো বলেন, গানের কথা এবং সঙ্গীতায়োজনও চমৎকার হয়েছে। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্বারপ্রাপ্ত গীতিকার কবির বকুল এবং সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
রুনা লায়লা’র সুরে গান গাওয়া প্রসঙ্গে হৈমন্তী রক্ষিত বলেন,‘ শুরুতেই ভীষণ কৃতজ্ঞতা প্রকাশ করছি ঈশ্বরের কাছে, তার কাছেই জীবনে প্রার্থনা করেছি আর সাধনা করেছি যেন কোন না কোনভাবে আমার পরম শ্রদ্ধার, আমার গানের অনুপ্রেরণা, আদর্শ শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের সৃষ্টির সাথে সম্পৃক্ত থাকতে পারি। কিন্তু ম্যাডামের সুরে গান গাইবো এ যেন কল্পনাতেও ছিলো না। অবশ্যই ধন্যবাদ শ্রদ্ধেয় ধ্রুব গুহ দাদার প্রতি, কারণ তার ইচ্ছেতে এবং পরবর্তীতে রুনা লায়লা আপার আগ্রহে আকাশে মেঘ জমেছে গানে আমার কন্ঠ দেয়া। আজ স্মৃতিতে সবকিছু এখনো বেশ উজ্জ্বল যেদিন গানটিতে ভয়েজ দিয়েছিলাম, সেদিন আমার পাশে থেকে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডাম আমাকে অনেক সাহস দিয়েছিলেন, অনুপ্রেরণা যুগিয়েছিলেন। রুনা ম্যাডামের সুরে গান গাইতে পেরেছি , এর চেয়ে জীবনে বড় প্রাপ্তি আর কী ই বা হতে পারে। এই প্রাপ্তিই আমার সঙ্গীত জীবনের জন্য অনেক বড় আশীবার্দ হয়ে রইবে। রুনা আপাকে ঈশ্বর সুস্থ রাখু, ভালো রাখুন।’
আগামী ১০ ডিসেম্বর ডিএমএস’র (ধ্রুব মিউজিক স্টেশন) ইউটিউব চ্যানেলে হৈমন্তীর গাওয়া ‘আকাশে মেঘ জমেছে’ গানটি প্রকাশ পাবে। এর আগে গেলো ১৭ নভেম্বর রুনা লায়লারই জন্মদিনে তারই সুর করা লুইপা’র গাওয়া ‘এই দেখা শেষ দেখা’ গানটি প্রকাশিত হয়। গানটি লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং সঙ্গীতায়োজন করেছেন রাজা ক্যাশেফ। একে একে আগামীতে আরো প্রকাশ পাবে রুনা লায়লা’র সুরে আঁখি আলমগীর ও তানি লায়লা’র গান। সবগুলো গানেরই মিউজিক ভিডিও নির্মাণ করবেন চন্দন রায় চৌধুরী।
মন্তব্য করুন: