• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শহীদ আসাদ দিবস আজ

প্রকাশিত: ১০:৩২, ২০ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
শহীদ আসাদ দিবস আজ

ছবি: শহীদ আসাদ

শহীদ আসাদের ৫৬ তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৯ সালের এই দিনে ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি।

সকালে (২০ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ গেটে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে গিয়ে তাঁর সহযোদ্ধারা বলেন, শহীদ আসাদের আত্মত্যাগের প্রাথমিক বিজয় অর্জিত হলেও অন্তর্নিহিত আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়ন হয়নি। আর অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জণগনের সরকার প্রতিষ্ঠা করলেই শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। 

কিছু আত্মত্যগ আন্দোলনের পথ সুগম করে। পথ দেখায় জনতার অভ্যুত্থানের। তেমনি এক বিপ্লবীর নাম শহীদ আসাদ। ১৯৬৯ এর ২০ জানুয়ারি তৎকালীন স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে দেশ মাতৃকার জন্য জীবন বাজি রাখা এক নাম। সেসময় ঐতিহাসিক ১১ দফা আন্দোলনের হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন তিনি। যার রক্তমাখা পথ মাড়িয়ে আসে '৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ। স্বাধীনতার স্বাদ পায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। 

সোমবার সকাল থেকে শহীদ আসাদের ৫৬ তম মৃত্যু বার্ষিকীতে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে আসেন তার সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতারা। এ সময় তার সহযোদ্ধারা জানান, শহীদ আসাদের অসমাপ্ত কাজ এখনো সমাপ্ত হয়নি। 

গত ১৫ বছরে ফ্যাসিস্ট হাসিনার আমলে আসাদের চেতনার স্বপ্নভঙ্গ হয়েছে উল্লেখ করে তাঁর পরিবারের সদস্যরা জানান, '২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই আসাদের চেতনা। নতুন প্রজন্মের কাছে আসাদকে তুলে ধরতে পাঠ্যপুস্তকে তাঁর স্থান চান তারা। 

শহীদ আসাদের স্মৃতি স্তম্ভে ফুল দেয় বাংলাদেশ জাতীয়তাবদী দল- বিএনপি। এ সময় শহীদ আসাদের স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করবে বলে জানান বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। 

মানুষের মৌলিক অধিকার পূরণে শহীদ আসাদের চেতনা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান শ্রদ্ধা জানাতে আসা জনতা। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2