• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে চতুর্থ দিনের বিক্ষোভ

প্রকাশিত: ১০:১৪, ১৮ মে ২০২৫

আপডেট: ১১:২৮, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে চতুর্থ দিনের বিক্ষোভ

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকাবাসীর ব্যানারে আন্দোলনকারীরা।

নগর ভবনের সামনে চতুর্থ দিনের মতো বিক্ষোভ শুরু হয়েছে। খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন ঢাকাবাসী। তারা স্লোগান দিচ্ছেন, ‘দফা এক দাবি এক, আসিফের পদত্যাগ’। আজও প্রতিটি ফটকে তালা ঝুলছে, স্থবির সব কার্যক্রম।

নগর ভবনের শ্রমিক কর্মচারীরাও ভবনের নিচে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা স্লোগান দিচ্ছেন, ‘দাবি মোদের একটাই, মেয়র ছাড়া অফিস নাই’।

এর আগে শনিবার (১৭ মে) কর্মসূচির তৃতীয় দিনের বিক্ষোভ মিছিলের করেন আন্দোলনরতরা। নির্ধারিত সময়ের আগেই নগরভবনের সামনে সমবেত হতে থাকেন। বঙ্গবাজার থেকে গুলিস্থান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা।

এরপর নগরভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তানের দিকে রওনা হয়। গুলিস্তান থেকে জিরোপয়েন্ট দিয়ে সচিবালয়ের পূর্বগেট হয়ে মিছিলটি পল্টন মোড়ের দিকে যায়। এরপর জাতীয় প্রেসক্লাবের সামনে কিছু সময় অবস্থান নেয়। শিক্ষা ভবনের সামনে দিয়ে আবারো নগরভবনের সামনে শেষ হয় মিছিলটি। বিক্ষোভ মিছিল শেষে নগরভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসী। 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2