জুলাই সনদের খসড়া প্রস্তুত, কালকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে: আলী রীয়াজ

ছবি: আলী রীয়াজ
জুলাই সনদের খসড়া প্রস্তুত, কালকের মধ্যে দলগুলোর কাছে পাঠানো হবে,জানিয়েছেন আলী রীয়াজ।
সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা আজ (২৭ জুলাই) আবার শুরু হয়েছে।
এর আগে ১৮ বৈঠকে ১০ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে। ৭টি বিষয়ে একমত হতে পারেনি।
আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ বলেন, সময় কম থাকায় দ্রুত সিদ্ধান্তে যেতে হবে। আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে।
তিনি বলেন, জাতীয় সনদ নিয়ে একটি খসড়া প্রস্তুত হয়েছে। কালকে মধ্যে সব রাজনৈতিক দলের কাছে পাঠানো হবে। পুলিশ কমিশন গঠন করার বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছেছে। পুলিশ সংস্কার বিষয় নিয়ে এরই মধ্যে খসড়া প্রস্তুত হয়েছে বলেও জানান ড. আলী রীয়াজ।
বিভি/এআই
মন্তব্য করুন: