মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনে পরিচ্ছন্নতার কাজ করছে বিমান বাহিনী

ছবি: সংগৃহীত
বিমান বিধ্বস্তের ঘটনায় উত্তরা দিয়াবাড়ির মাইলস্টোন স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনে পরিচ্ছন্নতার কাজ করছে বিমান বাহিনীর একটি টিম।
পরিচ্ছন্নতার কাজ শেষ হলে স্কুল কর্তৃপক্ষের কাছে আজই (২৭ জুলাই) বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে।
বিমান বিধ্বস্তের ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত ভবনটি দেখতে আসছেন। বিদ্যালয়টিতে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় এখনো স্তম্ভিত কর্তৃপক্ষ।
অভিভাবকরা বলেছেন শিক্ষার্থীরা এখনও ট্রমা কাটিয়ে উঠতে পারছে না। মানসিকভাবে সুস্থতা ফিরিয়ে আনতে সময় লাগবে তাই সহসাই স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত ঠিক হবে না বলেও মত তাদের।
বিভি/এআই
মন্তব্য করুন: