• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

জুয়েল আহমেদ, রংপুর

প্রকাশিত: ১১:১৫, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:০৩, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ভোটে আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

ছবি: এ এম এম নাসির উদ্দিন

প্রধান নির্বাচন মিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, কোনো ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশপাশের ভোট কেন্দ্রসহ প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করা হবে। নির্বাচন ঘিরে মানুষের আস্থা ফেরানোটাই বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেছেন। 

শনিবার (৯) আগস্ট সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসংক্রান্ত নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমে তিনি এ কথা বলেন।

নাসির উদ্দিন বলেন, একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই সরকার ও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। বিশ্বের অনেক দেশের সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন থাকে তার চেয়ে বাংলাদেশে ভালো আছে। আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির আরও উন্নতি হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকাটা যেমন চ্যালেঞ্জ তেমনি নির্বাচন সংশ্লিষ্ট সবক্ষেত্রে মানুষের আস্থা ফেরানোটাও বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনের হুঁশ থাকা পর্যন্ত সকল কার্যক্রম একেবারেই সোজা থাকবে, বিধিবিধান বা আইন কানুন ছাড়া এটা বাঁকা হবে না।

সিএসি বলেন, নানা কারণে বিগত সময়ের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছিল। এবারের নির্বাচন হবে বিশ্বমানের। মানুষকে কেন্দ্রমুখী করতে জনসচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে । নির্বাচনে আস্থা ফেরাতে নেওয়া হবে সব ধরনের উদ্যোগ।   

সিইসি বলেন, বিগত নির্বাচনে যেসব মাঠ কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনের সময় সমালোচিত হয়েছেন, আগামী নির্বাচনে তাদের পরিবর্তে বিকল্প চিন্তাভাবনা করা হচ্ছে। দেশের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে ভোটগ্রহণের পরিকল্পনার কথাও জানান তিনি। 

নির্বাচনে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার প্রতি আহ্বান জানিয়ে সিইসি বলেন, সংবাদ মাধ্যম নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নয়। তারা আমাদের সহায়ক। তারা নিয়মনীতির মধ্যে কাজ করেন। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার একটা চ্যালেঞ্জ। কীভাবে এসব থেকে উত্তরণ বা মোকাবেলা করা যায় সে বিষয়ে কাজ করেছে কমিশন।

বেলা সাড়ে ৩টায় রংপুর বিভাগীয় কমিশনার হলরুমে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের সাথে মতবিনিময় করবেন সিইসি।

বিভি/এআই/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2