রাজশাহী-নাটোরে ১৩ বাস্তবায়নাধীন প্রকল্প উদ্বোধন উপদেষ্টা আসিফ মাহমুদের

রাজশাহীতে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্প উদ্বোধন করেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার (৯ আগস্ট) সকালে রাজশাহীর সার্কিট হাউজে প্রকল্পগুলোর উদ্বোধন করেন তিনি। মোট ৩৫ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়েছে।
এলজিইডির ১২ প্রকল্পের মধ্যে রয়েছে- স্কুলভবন নির্মাণ, ব্রিজ ও কালভার্ট এবং বাজার ভবন নির্মাণ।
এছাড়া শেষ হওয়া রাজশাহী ঈদগাহ উন্নয়নমূলক কাজ। এটি বাস্তবায়ন করছে রাজশাহী সিটি কর্পোরেশন।
পরে নাটোরের উদ্দেশে রওনা হন আসিফ মাহমুদ। সেখানে উপজেলা মিনি স্টেডিয়ামসহ বিভিন্ন প্রকল্প উদ্বোধন করবেন তিনি। পরে বিকালে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফিরবেন। এর আগে একদিনের সফরে সকালে রাজশাহী পৌঁছান এই উপদেষ্টা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: