• NEWS PORTAL

  • শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

দেশে অনুমোদিত ফাইভ স্টার হোটেল কয়টি, জানালো সরকার

প্রকাশিত: ১৭:৪১, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
দেশে অনুমোদিত ফাইভ স্টার হোটেল কয়টি, জানালো সরকার

দেশে বর্তমানে মোট ২০টি পাঁচ তারকা (ফাইভ স্টার) মানের হোটেল রয়েছে। দেশের পর্যটন খাতের সেবা মান আরও উন্নত করতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের হোটেল ও রেস্তোরাঁ সেল এই স্বীকৃতি দিয়েছে। সবশেষ ২০২৫ সালের ১ মে পর্যন্ত প্রদত্ত সার্ভিসের ভিত্তিতে তাদের এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মোট ২০টি হোটেল ও রিসোর্টকে ৫ তারকা মানের স্বীকৃতি দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় রয়েছে ৮টি, কক্সবাজারে ৪টি, সিলেটে ২টি, চট্টগ্রামে ১টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ১টি, বগুড়ায় ১টি এবং যশোরে ১টি হোটেল।

৫ তারকা মানের হোটেলগুলোর তালিকা

১. হোটেল সোনারগাঁও ইন্টারন্যাশনাল লিমিটেড – ঢাকা (কাজী নজরুল ইসলাম এভিনিউ)
২. হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা – ঢাকা (মিন্টু রোড)
৩. রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল – ঢাকা (জোয়ারসাহারা, এয়ারপোর্ট রোড)
৪. ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড (দ্য ওয়েস্টিন) – ঢাকা (গুলশান-২)
৫. হোটেল সারিনা লিমিটেড – ঢাকা (বনানী)
৬. ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট – ঢাকা (নিকুঞ্জ-২)
৭. লে মেরিডিয়ান ঢাকা – ঢাকা (খিলক্ষেত, নিকুঞ্জ এলাকা)
৮. রেনেসান্স হোটেলস – ঢাকা (গুলশান)
৯. সি-গাল হোটেল লিমিটেড – কক্সবাজার (হোটেল-মোটেল জোন)
১০. ওশেন প্যারাডাইস লিমিটেড – কক্সবাজার (কলাতলী রোড)
১১. সায়মন বিচ রিসোর্ট লিমিটেড – কক্সবাজার (মেরিন ড্রাইভ রোড)
১২. রেডিসন ব্লু বে ভিউ – চট্টগ্রাম (লালখান বাজার)
১৩. রয়্যাল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা – কক্সবাজার (ইনানী)
১৪. গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ – মৌলভীবাজার (শ্রীমঙ্গল)
১৫. মম ইন লিমিটেড – বগুড়া (নওদাপাড়া)
১৬. হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড – যশোর (এম.এম. আলী রোড)
১৭. দি প্যালেস লাক্সারি রিসোর্ট – হবিগঞ্জ (বাহুবল)
১৮. কারিশমা সার্ভিসেস লিমিটেড – ঢাকা (গুলশান-২)
১৯. গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড – সিলেট (জিন্দাবাজার)
২০. গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট – সিলেট (বড়শালা)

“হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪” ও “হোটেল ও রেস্তোরাঁ (সেবার মান নির্ধারণ) বিধিমালা, ২০১৬” অনুযায়ী বাংলাদেশে ৫ তারকা হোটেল নির্ধারণ করা হয়। 

বিধিমালায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড যৌথভাবে মান যাচাই করে। হোটেলের অবকাঠামো, কক্ষের সংখ্যা ও সুযোগ-সুবিধা, খাবার ও পানীয়ের মান, অতিথি সেবা, নিরাপত্তা, প্রশিক্ষিত কর্মী, বিনোদন ও স্বাস্থ্যসেবা, পরিবেশবান্ধবতা এবং সামগ্রিক আতিথেয়তার মানের ওপর ভিত্তি করে তারা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে স্কোর নির্ধারণ করে ১ থেকে ৫ তারকা পর্যন্ত শ্রেণিবিন্যাস করে থাকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2