• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

পাচারের জন্য গহীন পাহাড়ে রাখা ৪৪ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৯:০২, ২৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পাচারের জন্য গহীন পাহাড়ে রাখা ৪৪ জনকে উদ্ধার করলো কোস্টগার্ড

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে  অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত  টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার পিরিচভাঙা পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়। 

উদ্ধারকৃতদের মধ্যে ৪১ জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও তিন জন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে কোস্টগার্ড। 

শুক্রবার  বিকেলে  কোস্টগার্ড পূবৃ জোনের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সূত্রে ওই পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণ আদায়ের জন্য নারী-পুরুষদের জড়ো করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। 

 কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহিন পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল থেকে বোট যোগে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল তাদের। পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা করছিলেন বলেও জানিয়েছে কোস্টগার্ড। 

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। তবে  তাদের আটক করতে কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2