চাকরিজীবীদের সুখবর! ডিসেম্বরে মিলবে টানা ৩ দিনের ছুটি
চলতি বছর আবারও মিলবে টানা ৩ দিনের ছুটি। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছর আরও দুটি সাধারণ ছুটি পাবেন চাকরিজীবীরা। এর মধ্যে একটি রয়েছে বিজয় দিবসের ছুটি। আর অন্যটি যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিনের ছুটি।
তবে বিজয় দিবস পড়েছে মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। কিন্তু যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন পড়েছে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। কাজেই বড়দিনের সঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এ ছাড়া খ্রিস্টান পর্বের ঐচ্ছিক ছুটির মধ্যে রয়েছে ২৪ ও ২৬ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মোৎসব (বড়দিনের আগে ও পরের দিন)।
ছুটির প্রজ্ঞাপন অনুযায়ী, একজন কর্মচারীকে তার নিজ ধর্ম অনুযায়ী বছরে অনধিক মোট তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার অনুমতি দেয়া যেতে পারে। প্রত্যেক কর্মচারীকে বছরের শুরুতে নিজ ধর্ম অনুযায়ী নির্ধারিত তিন দিনের ঐচ্ছিক ছুটি ভোগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের পূর্ব অনুমোদন নিতে হয়। সেক্ষেত্রে খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য ঐচ্ছিক ছুটি ভোগ করার সুযোগ রয়েছে।
বিভি/টিটি




মন্তব্য করুন: