গরম বাতাসে পুড়ে গেছে ক্ষেতের ধান (ভিডিও)
হঠাৎ দমকা গরম বাতাসে নষ্ট হয়েছে হাওরের একমাত্র ফসল বোরো ধান। ফসলের ব্যাপক এ ক্ষতিতে দিশেহারা কিশোরগঞ্জ ও নেত্রকোনার কৃষকরা। ঘুরে দাঁড়াতে সরকারের দিকে তাকিয়ে তাঁরা।
কিশোরগঞ্জের বিশাল হাওরের বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু হাসি নেই কৃষকের মুখে। গত ৪ এপ্রিল সাড়ে তিন ঘণ্টার দমকা গরম হাওয়ায় বেশিরভাগ ধান চিটায় পরিণত হয়েছে। নষ্ট হয়েছে প্রায় ২৫ হাজার হেক্টর জমির ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে চোখে অন্ধকার দেখছেন কৃষকরা।
এক কৃষক বলেন, এক গরম বাতাস এসে আমাদের সব ফসল নষ্ট করে ফেলেছে। এখন আমরা কোথায় গিয়ে দাঁড়াবো।
আরেকজন বলেন, ফসলের যে অবস্থা তাতে পরিবার নিয়ে না খেয়ে মতে হবে।
কৃষকদের দুর্দশা লাঘবে ভিজিএফ সহায়তা কর্মসূচি চালুর দাবি জানিয়েছেন করিমগঞ্জের সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ. হারুন অর রশীদ।
তিনি বলেন, এদিকে সরকার দৃষ্টি দিলে কৃষকরা একটু রক্ষা পাবে। না হলে করোনার এই সময়ে তাদের কঠিন বিপদে পড়তে হবে।
তালিকা করে কৃষকদের ক্ষতি পুষিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. ছাইফুল আলম।
এদিকে, নেত্রকোনার মদন মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ কয়েকটি উপজেলার চিত্রও একই। হঠাৎ দমকা গরম বাতাসে নষ্ট হয়ে গেছে হাওর সহ জেলার বিভিন্ন এলাকার বোরো ধানের শীষ। হতাশ কৃষক।
নেত্রকোনায় এবছর মোট ১ লাখ ৮৫ হাজার ২৫০ হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। এর মধ্যে জেলার হাওরাঞ্চলে মোট ৪০ হাজার ৯৬০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়।
বিভি/এমএস




মন্তব্য করুন: