• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আদর্শ বিবর্জিত ধারার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম জারি রেখেছে ছাত্রলীগ: ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৭:৫৪, ১ এপ্রিল ২০২৪

আপডেট: ১৭:৫৫, ১ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আদর্শ বিবর্জিত ধারার বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম জারি রেখেছে ছাত্রলীগ: ওবায়দুল কাদের

ছবি: ওবায়দুল কাদের (ফাইল ফটো)

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ছাত্রলীগ দখলদারিত্বে বিশ্বাস করে না, নীতি ও আদর্শ বিবর্জিত ধারার বিরুদ্ধে ছাত্রলীগ নিরন্তর সংগ্রাম জারি রেখেছে। সামরিক স্বৈরাচার জিয়াউর রহমানের হাত ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব শুরু হয় বলে মন্তব্য তার। 

সোমবার (১ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচারের ধারা অব্যাহত রাখলে বিএনপি জনগণ থেকে আরও দূরে সরে যাবে। ক্ষমতায় থেকে ইতিহাস বিকৃতির মাধ্যমে আওয়ামী লীগ বিরোধী বয়ান তৈরির মাধ্যমে দেশবিরোধী রাজনীতির ধারা সৃষ্টি হয়েছে। এর অংশ হিসেবে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে দলটির নেতারা। ইতিহাসের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের পরাজয় অবশ্যম্ভাবী।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনে করেন,দেশের মূল চেতনা থেকে বিচ্ছিন্ন ইতিহাসবিরোধী অপশক্তি বিএনপি ও তাদের দোসররা জনগণের মাধ্যমে বারবার প্রত্যাখ্যাত হয়ে এখন বিলুপ্তির পথে।

বিভি/এমআর

মন্তব্য করুন: