• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পাওয়া কে এই ডা. বিধান রঞ্জন রায়?

প্রকাশিত: ২২:২০, ৮ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
অন্তর্বর্তীকালীন সরকারে স্থান পাওয়া কে এই ডা. বিধান রঞ্জন রায়?

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৬ জন উপদেষ্টার তালিকায় স্থান পেয়েছেন অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ধারণা করা হচ্ছে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। 

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বাংলাদেশের অন্যতম একজন বিখ্যাত মানসিক স্বাস্থ্য, ড্রাগ আসক্তি ও যৌন রোগ বিশেষজ্ঞ। তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ও হাসপাতালে মনোচিকিৎসা বিভাগের পরিচালক ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মনোরোগবিদ্যা বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় মনোরোগ বিশেষজ্ঞদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট’র (বিএপি) বর্তমান সহ সভাপতি।

অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার ১৯৬৩ সালে সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এমবিবিএস সম্পন্ন করেন ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে।

 

বিভি/কেএস/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2