• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ষড়যন্ত্র-চক্রান্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাষ্ট্র: শহীদ উদ্দীন মাহমুদ স্বপন

প্রকাশিত: ১৬:১২, ১৬ মে ২০২৫

আপডেট: ১৬:১৩, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ষড়যন্ত্র-চক্রান্তে ঝুঁকিপূর্ণ অবস্থায় রাষ্ট্র: শহীদ উদ্দীন মাহমুদ স্বপন

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন বলেছেন, ফ্যাসিবাদমুক্ত হয়ে রাষ্ট্র যখন ঘুরে দাঁড়াবার সুযোগ পাচ্ছে, ঠিক তখনই বিভিন্ন অপশক্তির বহুমুখী ষড়যন্ত্র ও চক্রান্তে রাষ্ট্র পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এ বিষয়ে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই মানে স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নয়। আমাদের সংগ্রাম চলবে ১৯৭১ এবং ২০২৪-এর পরাজিত প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধেই।

শুক্রবার (১৬ মে) সকালে রংপুরের সুমি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি অভিযোগ করে বলেন, একটি বিশেষ মহল জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠলেই অস্বস্তি বোধ করে। তারা ইতিহাস বিকৃতির মাধ্যমে নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু তারা জানে না ৭১ এর ধারাবাহিকতাতেই ২৪ এর জন্ম হয়েছে। ইতিহাস নিজের গতিতে ফিরে আসে ও ইতিহাস বিকৃতির পরিণতি অতীতে ফ্যাসিস্টরাই হাড়ে হাড়ে টের পেয়েছে।

শহীদ উদ্দীন মাহমুদ স্বপন আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেই ২০২৪-এর গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সংস্কার কার্যক্রম পরিচালিত হতে হবে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতায়। এ দুটি চেতনাকে মুখোমুখি দাঁড় করানোর কোনো অবকাশ নেই। ৭১ ও ২৪-এর পক্ষের সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম বেগবান করতে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান। 

সভায় সভাপতিত্ব করেন জেএসডি রংপুর জেলা সভাপতি আমিন উদ্দীন বিএসসি। আরও বক্তব্য রাখেন জেএসডির সহসভাপতি অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ মনসুর আলী, আবদুস সাদেক জেহাদী, অ্যাডভোকেট গোলাম রাব্বানী, এ বি এম মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এজাবুল হক, মনিরুজ্জামান বাচ্চু, মোহাম্মদ মনিরুজ্জামান, আতিয়ার রহমান, আলী আজগর আরজ, আবদুল্লাহ আল রাফিন, ছাত্রনেতা মোসলেহ উদ্দিন বিজয় প্রমুখ।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2