• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এনসিপি’র যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

প্রকাশিত: ১৯:০০, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
এনসিপি’র যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ

ছবি: জাতীয় যুবশক্তি

ঐতিহাসিক লং মার্চ দিবসে শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ থেকে ঘোষণা করা হলো জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির। এতে আহ্বায়ক করা হয়েছে অ্যাডভোকেট তারিকুল ইসলামকে, সদস্য সচিব ডাক্তার জাহেদুল ইসলাম এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

জুলাই গণ-অভ্যুত্থান এবং কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনে অগ্রণী ভূমিকা পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ৫ আগস্টের পরে নানান পটপরিবর্তনের মধ্য দিয়ে সংগঠনটির নেতৃবৃন্দের সম্মিলনে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি, এনসিপি। 

এবার আত্মপ্রকাশ করলো এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’। শুক্রবার (১৬ মে) বিকালে রাজধানীর গুলিস্তানে আবরার ফাহাদ অ্যাভিনিউতে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী ঘোষণা করেন যুবশক্তির আহ্বায়ক কমিটির সদস্যদের নাম। 

পরে মঞ্চে ওঠেন জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। তিনি জানান, ১৩১ সদস্যের কমিটি হবে যুবশক্তির। সংগঠনটির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, গতানুগতিক রাজনীতির বাইরে এসে সামাজিক ও দেশের সমৃদ্ধির জন্য কাজ করবে যুবশক্তি। 

মানবিক করিডোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ার করেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। 

নতুন রাজনৈতিক বন্দোবস্তে জাতীয় যুবশক্তি দেশের আপামর জনসাধারণের কল্যাণে কাজ করবে বলেও আশাবাদ রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2