• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জুলাই অভ্যুত্থানকে ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে কতিপয় গোষ্ঠী: নুর

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৭, ১৬ মে ২০২৫

আপডেট: ১৯:৪৭, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
জুলাই অভ্যুত্থানকে ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে কতিপয় গোষ্ঠী: নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

জুলাই অভ্যুত্থানকে কতিপয় গোষ্ঠী তাদের ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার বিকেলে নরসিংদী পৌর ঈদগাহে গণঅধিকার পরিষদ নরসিংদী জেলা শাখার আয়োজনে এক গণসমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 

এসময় তিনি আরও বলেন, জুলাই কারও বাপ দাদার সম্পত্তি নয়। কারও একক কৃতিত্ব না। এটি দেশের সকল শ্রেণি-পেশার মানুষের লড়াই সংগ্রামের ফল। এদেশে সকল শ্রেণি-পেশার মানুষ সমান অধিকার পাবে উল্লেখ করে তিনি স্বৈরাচার আওয়ামী লীগ বিরোধী গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা তুলে ধরেন।

এসময়, সমাবেশে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, সংগঠনটির সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন ও স্থানীয় নেতাকর্মীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2