এই মুহূর্তে দেশের মানুষ কথার রাজনীতি ও প্রতিশ্রুতি চায় না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে দেশের মানুষ কথা মালার রাজনীতি চায়না। প্রতিশ্রুতি চায়না। প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়। তারেক রহমান জানান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী যুবদল শত নির্যাতনের পরও রাজপথ ছাড়েনি। সুতরাং জনগণের সেই আস্থা ধরে রাখতে হবে। জনগণের আস্থা ধরে রাখতে পারলে নেতা, আস্থা ধরে রাখতে না পারলে নেতা নন বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (৪ আগস্ট) জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান- শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী যুবদলের অনুষ্ঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শহীদদের প্রতিদান দেয়া সম্ভব নয়। শহীদদের আকাঙ্খার বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে তাদের প্রতি সম্মান জানানো জরুরি।
বক্তৃতায় স্মৃতির ডালা খুলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তিত নতুন কুড়ি, খাল খনন কর্মসূচির কথা উল্লেখ করেন তারেক রহমান।
কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার সমস্যার সমাধানের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ব্যবসা করার ক্ষেত্রে নিজের তত্ত্বও তুলে ধরেন তিনি, কর্মসংস্থানের জন্য গুরুত্ব দেন ভাষা শেখার ওপর। কথা বলেন, আগামী নির্বাচন প্রসঙ্গে।
নাগরিকদের প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রতিকারের চেয়ে প্রতিরোধের দিকেই বেশি মনোযোগ দেয়ার কথা জানান, তারেক রহমান। এ ক্ষেত্রে নারীর কর্মসংস্থানের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
তারেক রহমান জানান, বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়। সে জন্য বিএনপি এখন কর্মসূচি ঠিক করছে।
বিভি/এজেড
মন্তব্য করুন: