• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বিএনপি কোন যুক্তিযুক্ত কারণ দেখে না: মেজর হাফিজ

প্রকাশিত: ১৫:২৮, ৮ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:২৮, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বিএনপি কোন যুক্তিযুক্ত কারণ দেখে না: মেজর হাফিজ

ছবি: সংবাদ সম্মেলনে মেজর (অব.) হাফিজ উদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন পদ্ধতি পরিবর্তনে বিএনপি কোনো যুক্তিযুক্ত কারণ দেখে না। নির্বাচন বিলম্বিত করতেই কিছু কিছু দল সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে। 

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সভায় মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ নিজেদের শাসন ব্যবস্থা পাকাপোক্ত করতে হত্যা গুম খুনসহ এক বিভিষিকাময় রাজত্ব কায়েম করেছিলো। তাদের নেত্রী মুখে সুন্দর সুন্দর কথা বললেও লুটপাটে বিশ্ব রেকর্ড করে গেছেন। সাধারণ মানুষ ভোটের বাক্সের কখনও নাগাল পায়নি। দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে।

মেজর হাফিজ বলেন, বিএনপি আন্দোলন করেছে ক্ষমতায় যাবার জন্য নয়, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছেন। তিনি আশা করেন জনগণের রায়ের ওপর সকল রাজনৈতিক দল আস্থা রাখবে।  

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2