• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘জুলাই ঘোষণাপত্র তৈরিতে লুকোচাপা করেছে অন্তর্বর্তী সরকার’

প্রকাশিত: ১৫:৩৯, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘জুলাই ঘোষণাপত্র তৈরিতে লুকোচাপা করেছে অন্তর্বর্তী সরকার’

ছবি: সাইফুল হক

নির্বাচন কমিশন রাজনৈতিক দলের সাথে না বসেই গণপ্রতিনিধিত্ব আদেশ-আরপিও, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধাণ সম্পাদক সাইফুল হক। 

এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা করা উচিৎ ছিলো বলে মত তার। শুক্রবার (৮ আগস্ট) সেগুনবাগিচা সংহতি মিলনায়তনে আলোচনা সভায় সাইফুল হক বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে লুকোচাপা করেছে অন্তর্বর্তী সরকার। তাই প্রতিবাদ হিসেবে দাওয়াত পাওয়ার পরও বিপ্লবী ওয়ার্কাস পার্টি জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যায়নি।

তিনি বলেন,  প্রধান উপদেষ্টার ভাষণের পর নির্বাচন নিয়ে জনসাধারণ ও রাজনৈতিক দলগুলোর অনাস্থা দূর হয়েছে। তবে, এই দ্বিতীয় ধাপে অন্তর্বর্তী সরকারের কাজ হবে সব বিতর্ক থেকে বেরিয়ে আসা। বিতর্কিতদের উপদেষ্টা পদ থেকে বাদ দিয়ে নতুন উপদেষ্টা নেওয়ার আহ্বান জানান সাইফুল হক। 

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2