• NEWS PORTAL

  • রবিবার, ১০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

কলকাতায় আওয়ামী লীগের অঘোষিত ‘পার্টি অফিস’

প্রকাশিত: ১৬:৩৩, ৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
কলকাতায় আওয়ামী লীগের অঘোষিত ‘পার্টি অফিস’

ভারতের কলকাতায় নেতাকর্মীদের সাক্ষাৎ, সভা পরিচালনার জন্য অঘোষিত ‘পার্টি অফিস’ নিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কলকাতার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা উপনগরী একটি বাণিজ্যিক ভবনে এই অফিস রয়েছে এবং সেখানে আওয়ামী লীগের লোকজনকে যাতায়াতও করতে দেখা গেছে। শুক্রবার (৮ আগস্ট) গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, যে বাণিজ্যিক কমপ্লেক্সটিতে কয়েক মাস ধরে যাতায়াত করছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলির শীর্ষ এবং মধ্যম স্তরের নেতারা। সেখানেইই ‘দলীয় দফতর’ খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

তথ্যসূত্র বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগে কয়েক মাসে পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে যারা ভারতে অবস্থান করছেন, তারা নিজেদের মধ্যে ছোটখাটো বৈঠক বা দলীয় দফতরের কাজকর্ম চালাতেন নিজেদের বাসাবাড়িতেই। বড় বৈঠকের জন্য রেস্তোরা বা ব্যাঙ্কয়েট হল ভাড়া করতে হতো। সেকারণেই একটা নির্দিষ্ট 'পার্টি অফিস' দরকার ছিল বলে জানাচ্ছেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের পার্টি অফিসটিতে পাঁচশো বা ছয়শো স্কোয়ার ফুটের মতো জায়গা রয়েছে। তবে দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এটি আওয়ামী লীগেরই অফিস। কারণ, সেখানে নেই কোনো সাইন বোর্ড, শেখ হাসিনা অথবা শেখ মুজিবুর রহমানের কোনো ছবি।

কলকাতায় বসবাসরত নাম প্রকাশে অনিচ্ছুন আওয়ামী লীগের একজন নেতা গণমাধ্যমকে বলেন, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি, সাইনবোর্ড কোনো কিছুই আমরা রাখি নি খুবই সচেতন ভাবে। আমরা চাইনি যে এই ঘরটার পরিচিতি প্রকাশ করতে। এমনকি একটা দলীয় দফতরে যেসব ফাইল ইত্যাদি থাকে, সেসবও এখানে রাখা হয় না। নিয়মিত দেখা-সাক্ষাৎ, বৈঠক ইত্যাদির জন্য একটা ঘর দরকার ছিল, এটা পাওয়া গেছে। এটাকে আমরা পার্টি অফিসই বলি, কিন্তু আদতে এটা একটা বাণিজ্যিক অফিস। আগে যে সংস্থা কাজ করত এখানে, তাদেরই ছেড়ে যাওয়া চেয়ার, টেবিল এসবই আমরা ব্যবহার করি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলির অনেক শীর্ষ নেতা এবং প্রাক্তন মন্ত্রীই কলকাতা বা তার আশপাশের অঞ্চলে বাসা ভাড়া নিয়ে থাকছেন। এর বাইরে বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মচারী, পুলিশ কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও চলে এসেছেন ভারতে। আবার এমনও কয়েকজন এসেছেন যারা কলকাতায় এসে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশে চলে গেছেন। মাস ছয়েক আগে আওয়ামী লীগের সূত্রগুলি জানিয়েছিল যে, অন্তত ৭০ জন সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন জেলার সভাপতি-সম্পাদক, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র সহ শীর্ষ নেতৃত্বের প্রায় দুশো জন কলকাতা ও সংলগ্ন অঞ্চলে থাকছেন। তবে বর্তমানে ৮০ জনের মতো সাবেক সাংসদ রয়েছেন। এদের কেউ সপরিবারে থাকেন, আবার কোথাও একসঙ্গে কয়েকজন মিলেও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। কারও পরিবার মাঝে মাঝে বাংলাদেশ থেকে এসেও কিছুদিন কাটিয়ে যান।

 

সূত্র: বিবিসি

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2