• NEWS PORTAL

  • বুধবার, ২০ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জান্নাত লাভ করবেন যে ৩টি আমলের মাধ্যমে 

প্রকাশিত: ১৫:৪১, ১৮ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জান্নাত লাভ করবেন যে ৩টি আমলের মাধ্যমে 

ছবি: সংগৃহীত

জান্নাত হলো চির-শান্তির স্থান। এর ঘর-বাড়ি, আসন, আসবাবপত্র সবকিছু স্বর্ণ-রৌপ্য, মণি-মুক্তি, দ্বারা নির্মিত। আরও থাকবে রেশমের গালিচা, দুধ ও মধুর নহর ও মিষ্টি পানির স্রোতধারা। জান্নাতে থাকবে আনন্দ উপভোগের সব বস্তু।

মহান আল্লাহ বলেন, ‘জান্নাতে তোমাদের মন যা চাইবে তা-ই তোমাদের জন্য রয়েছে আর তোমরা যা দাবি করবে তাও তোমাদের দেওয়া হবে।’ (সুরা হামিম সেজদা: ৩১)

জান্নাত লাভ করা প্রতিটি মুমিনের একান্ত চাওয়া। তবে এ জন্য কোরআন-সুন্নাহর বিধান মানতে হবে। এ অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশে প্রবহমান থাকবে নহর। আর যে ব্যক্তি তা থেকে মুখ ফিরিয়ে নেবে তাকে দেবেন যন্ত্রণাময় শাস্তি।’ (সুরা ফাতাহ: ১৭)
 
কোরআন-সুন্নাহতে জান্নাত লাভের ছোট-বড় অনেক আমল রয়েছে। এখানে জান্নাতে যাওয়ার সহজ তিনটি আমল সম্পর্কে আলোচনা করা হলো --

 পাঁচ ওয়াক্ত নামাজ পড়া

বিখ্যাত সাহাবি হজরত উবাদা ইবনে সামিত (রা.) বলেন, আমি নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মহান আল্লাহ বান্দার ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না, তার সঙ্গে মহান আল্লাহর চুক্তি হয়েছে যে, তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। (আবু দাউদ)
 
দুই জিনিসের হেফাজত করা
 

হজরত সাহল ইবনু সাদ (রা.) হতে বর্ণিত হাদিসে আছে,  নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,  যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝের বস্তু (জিহ্বা) এবং দুই রানের মাঝখানের বস্তুর (লজ্জাস্থান) জামানত আমাকে দেবে, আমি তার জান্নাতের জিম্মাদার। (বুখারি)
 
এতিমের তত্ত্বাবধান
 
এতিমের তত্ত্বাবধান জান্নাতে যাওয়ার সহজ আমল। হজরত সাহাল ইবনে সাদ (রা.) বলেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের তর্জনী ও মধ্যমা একত্র করে বলেন, ‘আমি ও এতিমের তত্ত্বাবধায়ক জান্নাতে এভাবেই থাকবো।’ (বুখারি: ৬০০৫)


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2