নিপীড়ন বিরোধী বিক্ষোভ
খাগড়াছড়িতে শনিবার ফের সকাল-সন্ধ্যা অবরোধ

খাগড়াছড়িতে নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশ থেকে আগামীকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুম্ম ছাত্র-জনতার ব্যানারে খাগড়াছড়ি চেঙ্গী স্কয়ারে আয়োজিত থেকে এ কর্মসূচী ঘোষণা করা হয়। এর আগে সরকারি কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ-সমাবেশে জেলার কয়েক হাজার পাহাড়ি নারী-পুরুষ অংশ নেয়।
সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে নারী নির্যাতনের ঘটনা ও দমন নিপীড়নে উদ্বেগ জানিয়ে অবিলম্বে পাহাড়ে সংঘটিত নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার পাশাপাশি দমন নীপিড়ন বন্ধের দাবি জানানো হয়। সমাবেশ থেকে গেলো মঙ্গলবার রাতে জেলা সদরের সিঙ্গিনালায় স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িত অপরাপর আসামীদের গ্রেফতারের দাবিতে শনিবার জেলায় সকাল সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় জুম্ম ছাত্র জনতা। একই দাবীতে গেলো বৃহস্পতিবার আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়।
উল্লেখ্য, গেলো মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়ে ফেরার পথে ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করে বাড়ির পাশে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে সদর থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা করেন।
বুধবার সকালে সিঙ্গিনালা এলাকা থেকে সেনাবাহিনীর সদর জোনের সহযোগীতায় এক অভিযুক্তকে আটক করে পুলিশ। আটক শয়ন শীল সিঙ্গিনালার বাপ্পী শীলের ছেলে। বর্তমানে শয়ন ৬ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
বিভি/এমআর
মন্তব্য করুন: