• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম চেম্বার নির্বাচন: ৭১ প্রার্থীর মধ্যে ৩৪জনেরই মনোনয়ন বাতিল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: ১৫:২৩, ২৬ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৫:২৪, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রাম চেম্বার নির্বাচন: ৭১ প্রার্থীর মধ্যে ৩৪জনেরই মনোনয়ন বাতিল

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক পদে নির্বাচনে প্রাথমিক মনোনয়ন যাচাই-বাছাই শেষে ৭১প্রার্থীর মধ্যে ৩৫জনেরই মনোনয়ন বাতিল হয়েছে।এরমধ্যে ২০ জন বাদ পড়েছেন ঋণখেলাপির কারণে।বাকীরা অন্যান্য কারণে। 

চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে চারটি গ্রুপে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৭১ প্রার্থী। তবে প্রাথমিক বাছাইয়ে বাতিল হয়েছে ৩৪জনের মনোনয়নপত্র। এর মধ্যে অর্ডিনারি সদস্য গ্রুপে ২৪জন, এসোসিয়েট সদস্য গ্রুপে ৮ ন এবং টাউন এসোসিয়েশন গ্রুপের তিন প্রার্থীরই মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে।

বাদ যাওয়া প্রার্থীদের ৩৫ জনই বাদ গেছেন সিআইবি প্রতিবেদন, পুলিশ ক্লিয়ারেন্স ও ভ্যাট রিটার্ন না থাকায়। এর মধ্যে ৪ জনের সিআইবি প্রতিবেদন ইতিবাচক নয় । ভ্যাট রিটার্ন নেই ৮ জনের এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ জমা দেননি এমন প্রার্থী ৮ জন। আবার সিআইবি ও পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ নেই এমন ব্যবসায়ী ৩ জন এবং পুলিশ ক্লিয়ারেন্সের মূল সনদ ও ভ্যাট রিটার্ন নেই এমন ব্যবসায়ী ৪ জন।

বাতিল হওয়া প্রার্থীরা আপিল করার কিংবা ঘাটতি থাকা কাগজপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন বলেছেন চট্টগ্রাম চেম্বার নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং স্থানীয় সরকার পরিচালক মনোয়ারা বেগম। 

গত ১১ আগস্ট চিটাগাং চেম্বারের ২০২৫-২৬ এবং ২০২৬-২৭ মেয়াদের পরিচালকমণ্ডলীর নির্বাচনের তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত নির্বাচন বোর্ড। আগামী ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হবে। এর মধ্যে অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২জন, এসোসিয়েট মেম্বার ৬জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন এসোসিয়েশন গ্রুপে ৩জন পরিচালক নির্বাচিত হবেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2