১০৪ ঘণ্টা পর জুলাই যোদ্ধা মামুনুর রশিদকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

ছবি: উদ্ধারের পর মাওলানা কে এম মামুনুর রশিদ
নিখোঁজের পাঁচ দিন পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা কে এম মামুনুর রশিদকে উদ্ধার করা হয়েছে। এক পোস্টে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স জানায়, নিখোঁজ মামুনকে পূর্বাচল সেক্টর ওয়ান মসজিদে পাওয়া গেছে।
পরবর্তী এক পোস্টে জানানো হয়, ডিসি উত্তরা এবং তার টিমের সহায়তায় তাকে উদ্ধার করে রাজধানীর উত্তরায় নেওয়া হয়েছে। বর্তমানে তিনি উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি আছেন। পোস্টে আরও বলা হয়, আব্দুল্লাহ আল মামুন এখনও ট্রমাগ্রস্ত। তাকে সুস্থ অবস্থায় নিয়ে আসাই তাদের প্রথম লক্ষ্য।
গত ২২ সেপ্টেম্বর মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার পর তার স্ত্রী খাদিজা বেগম তুরাগ থানায় জিডি করেন। কে এম মামুনুর রশিদ জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক।
এর আগে মামুনুর রশিদের সন্ধানের দাবিতে মানববন্ধন করে তার পরিবার ও স্বজনরা। সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই মানববন্ধন হয়। সেখানে তার বাবা বলেন, বর্তমান সরকার আন্দোলনের ফসল, সেই সরকার কী করছে? মামুনের স্ত্রীও মানববন্ধনে বক্তব্য রাখেন। এর কয়েক ঘন্টার মধ্যেই মামুনুর রশিদের সন্ধান পাওয়া যায়।
বিভি/এমআর
মন্তব্য করুন: