• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলা, চালক আহত

খাগড়াছড়ি প্রতিনিধি:

প্রকাশিত: ১৭:৪৫, ২৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে নিরাপত্তা বাহিনীর গাড়িতে সন্ত্রাসী হামলা, চালক আহত

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে নিরাপত্তা বাহিনীর গাড়ি বহরে হামলা করা হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চেঙ্গী স্কয়ার মোড়ে জুম্ম ছাত্র জনতার সমাবেশ চলাকালে মাইনী ভ্যালীস্থ স্মৃতিসৌধ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হলে কাঁচ ভেঙ্গে যায়। এ সময় গাড়ির চালক আহত হন। 

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে সরকারি কাজ শেষে ফেরার পথে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালী এলাকা থেকে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু হয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত ও একজন আহত হয়।

ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2