• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ঢাকার ৩৬ ইউনিট 

প্রকাশিত: ১৬:৫১, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে ঢাকার ৩৬ ইউনিট 

ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে পুরো ঢাকা শহর থেকে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট পাঠানো হয়। ৪টা ১৫ মিনিট পর্যন্ত ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলো। ফায়ার সার্ভিসের মহাপরিচালক নিজেও আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দিয়েছেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দফতর। 

এদিকে, বিকেলে আইএসপিআর-এর পক্ষ থেকে এক বার্তায় জানানো হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে সংঘটিত অগ্নি নির্বাপণে কাজ করছে বাংলাদেশ সিভিল এভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট। অন্যদিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2