• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শাহজালালের আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে ফায়ারফাইটিং রোবট   

প্রকাশিত: ১৮:৪০, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শাহজালালের আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়েছে ফায়ারফাইটিং রোবট   

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস রিমোট কন্ট্রোল ফায়ারফাইটিং রোবট ব্যবহার করা হয়েছে, এটি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আধুনিক অগ্নি নির্বাপণ যন্ত্র। দ্রুত আগুন যেন নিয়ন্ত্রণে আসে, সে জন্য এই রোবট ব্যবহার করা হচ্ছে।

জানা যায়, কারখানা, গুদাম, বা তেল-গ্যাস স্থাপনার আগুন নেভানোর মতো এমন ঝুঁকিপূর্ণ স্থানে ফায়ার ফাইটারদের পক্ষে সরাসরি প্রবেশ করার ক্ষেত্রে বিপজ্জনক হওয়ায় রোবটটি ব্যবহার করা হয়। এটি রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো হয়। এর শক্তিশালী ফ্যান ও পানির জেট দিয়ে এটি আগুন নিয়ন্ত্রণে এবং ধোঁয়া ও গরম বাতাস দূর করতে সাহায্য করে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2