• NEWS PORTAL

  • রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নামানো হয়েছে ২ প্লাটুন বিজিবি

প্রকাশিত: ১৭:০৬, ১৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন, নামানো হয়েছে ২ প্লাটুন বিজিবি

রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট করছে। কিছুক্ষণ পরপরই যুক্ত হচ্ছে নতুন নতুন ইউনিট। বিমান বাহিনীও নেমেছে নিয়ন্ত্রণের কাজে। আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যসব বাহিনীকে সহযোগিতা করতে ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তাহলা বিন জসিম।

এদিকে বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম বলেন, শাহজালাল বিমানবন্দরে কার্গো সেকশনে আগুনে উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে ২ প্লাটুন বিজিবি।

অন্যদিকে বিমানবন্দরের কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সেজন্য বিমান কর্তৃপক্ষ বিকল্প ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বিমানবন্দরের এক কর্মকর্তা। তিনি জানান, আগুন মূলত কার্গো ভিলেজ এলাকায়, যাত্রী টার্মিনালে এর প্রভাব পড়েনি। তবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2