এয়ারপোর্টের সামনে ফ্লাইওভারের উপরে মোটরসাইকেলে আগুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের উত্তরামুখী ফ্লাইওভারের উপর একটি মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর এই অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের রোজিনা আক্তার জানিয়েছেন, আশেপাশে থাকা সবকটি ইউনিট বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নেভাতে ব্যস্ত থাকা সেখানে কাজ করা সম্ভব হয়নি।
এর আগে সন্ধ্যা সাতটার পর হঠাৎ বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের উপর একটি গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরে জানা যায়, সেটি একটি মোটরসাইকেল ছিল।
এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক। ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত রয়েছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের মোট ৩৭টি ইউনিট কাজ করছে। সব বাহিনী আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।
বিভি/এজেড
মন্তব্য করুন: