বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো এরিয়াতে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে সক্রিয় রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এক বিবৃতিতে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে বিমান বাহিনী।
বিবৃতিতে জানানো হয়, অদ্য ১৮ অক্টোবর ২০২৫ তারিখ আনুমানিক দুপুর ১৪৩০ ঘটিকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো এরিয়াতে ভয়াবহ অগ্নিকান্ড সংঘটিত হয় এবং তা দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমান বাহিনীর অগ্নি নির্বাপণের উপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নি নির্বাপণে কাজ শুরু করে।
বাংলাদেশ সিভিল এ্যাভিয়েশনসহ বাংলাদেশ ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুটি ফায়ার ইউনিট অগ্নি নির্বাপণে সর্বাত্নক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: